New Alipore Multipurpose School Alumni Association
নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রিয় বন্ধু,
একটি বিশেষ ঘোষণা ।
নামসার Executive Committee সদস্যদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী অতিতের পরম্পরা বজায় রেখে গত ২০শে মে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, মানুষদের সাধ্যমত সাহায্যের একটি কর্মসূচী গ্রহণ করা হবে।
কোনো স্বীকৃত অরাজনৈতিক ত্রাণকাজে অভিজ্ঞ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ঝড়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মানুষদের সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে এই কর্মসূচী রূপায়ণ করার আয়োজন করা হবে।
এই কর্মসূচীকে সফল করতে নামসার সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীকে সাধ্যমত অর্থসাহায্যের আহ্বান জানাচ্ছি। ৩০শে জুন, ২০২০ তারিখের মধ্যে সংগৃহীত অর্থ যত তাড়াতাড়ি সম্ভব যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
এই কর্মসূচীতে স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
সদস্যদের অনুদান নীচের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো যাবে। টাকা পাঠানোর পর ব্যাঙ্কের কনফারমেশন মেসেজটি অতি অবশ্যই নামসা মুক্ত মঞ্চে পোস্ট করতে হবে অথবা alumni.nams@gmail.com ঠিকানায় ইমেল মারফত পাঠাতে হবে। নগদে অনুদান দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করতে হবে।
Title of Account : New Alipore Multipurpose School Alumni Association
Savings Bank : Andhra Bank, New Alipore Branch
Account Number : 039810011019192
IFS Code : ANDB0000398
Remarks : Amphan Grant
ধন্যবাদ।
সুমিত রায়
সাধারণ সম্পাদক, নামসা
২১ জুন ২০২০
নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৬ জুলাই ২০২০ সগর দ্বীপের আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বণ্টন করা হয়েছে । সহযোগিতায় ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ গঙ্গাসাগর শাখা ।